রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি, দোষীকে জেলে ভরে চাবি ফেলে দেওয়ার পরামর্শ গাভাস্কারের

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ অক্টোবর ২০২৫ |

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। এ ঘটনায় দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। অপরাধীকে জেলে ভরে চাবি ফেলে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া দলের দুই ক্রিকেটারকে ইন্দোরে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি কর্তৃক পিছু নেওয়া এবং এরপর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। পুলিশের তথ্য মতে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘সিএ নিশ্চিত করছে যে, ইন্দোরের একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে একজন মোটরসাইকেল আরোহী অনুপযুক্তভাবে স্পর্শ করেছিল। দলের নিরাপত্তারক্ষীরা বিষয়টি পুলিশকে জানিয়েছে, যারা বিষয়টি দেখছে।’

ইন্ডিয়া টুডে’কে গাভাস্কার বলেন, ‘হ্যাঁ, আমরা অতিথি আপ্যায়নের জন্য বিখ্যাত। অতিথি হলেন ঈশ্বর। এমন কিছু শোনা খুবই দুঃখজনক। নিঃসন্দেহে এটি একটি জঘন্য কাজ। আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে আমি আশা করি দোষী ব্যক্তিকে কঠোর শাস্তি দেয়া হবে। তাকে আটকে রাখো এবং চাবিটি ফেলে দাও। এটাই একমাত্র উপায়।’

Mahfuzur Rahman

Publisher & Editor