রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ফেসবুকের স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই: বিচ্ছেদের গুঞ্জনে পূর্ণিমা

প্রকাশিত: ০৮:০৭, ২৬ অক্টোবর ২০২৫ |

চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সম্প্রতি নায়িকার এক ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনের ঝড় ওঠে! অনেকেই ধারণা করেন, এই তারকার সঙ্গে স্বামী আশফাকুর রহমানের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

কেউ কেউ দাবি করছেন, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন এই দম্পতি। অবশেষে বিচ্ছেদের সেই গুঞ্জনের জবাব দিয়েছেন পূর্ণিমা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পূর্ণিমা। সেই পোস্টে স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ দেন তিনি।

পূর্ণিমা জানান, তার আগের পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত নেই, বরং জীবনের অভিজ্ঞতার প্রতিফলনই ছিল লক্ষ্য। 

তিনি লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।’

কথা প্রসঙ্গে পূর্ণিমা তার ফেসবুক পোস্ট লেখেন, ‘প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকেই কেন্দ্র করে স্ট্যাটাসটি লেখা হয়েছিল। দিন শেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের মুখোমুখি হতে হয়েছে।’

চিত্রনায়িকা পূর্ণিমা নিয়মিত অভিনয়ে সরব না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন। ইনস্টাগ্রামে তাঁর ২.৮ মিলিয়ন অনুসারী।

পোস্টে পূর্ণিমা জানিয়েছেন, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। 

এই প্রসঙ্গটি মনে করিয়ে দিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে। সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে। আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই।’

সবশেষে পূর্ণিমা জানান, দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সমর্থন পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

Mahfuzur Rahman

Publisher & Editor