জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপরের গল্পটা শুধুই হতাশার। টানা পাঁচ ম্যাচে হারের তেঁতো স্বাদ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হানা দিয়েছে বৃষ্টি। এতে নির্ধারিত সময়ের ৩৫ মিনিট টস হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগ্রেসরা। ফারজানা হকের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সুমাইয়া আকতার।
অন্যদিকে, ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুবাইয়া ঝিলিক, সুমাইয়া আকতার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নিশিতা আকতার নিশি, নাহিদা আকতার ও মারুফা আকতার।
Publisher & Editor