শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

টেস্ট অধিনায়ক শান মাসুদ নতুন দায়িত্ব পেলেন পিসিবিতে

প্রকাশিত: ০৩:৪৯, ২৫ অক্টোবর ২০২৫ |

বিভিন্ন সময় চোখ কপালে তোলার মতো সিদ্ধান্ত নিতে দেখা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এবার তেমনি একটি সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটির টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’–এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।   

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে শান মাসুদের এই নিয়োগের কথা জানায় পিসিবি। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার বলছে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে একটি মধ্যাহ্ন ভোজে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আহবানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত হয়েছিলেন। সেখানেই শান মাসুদকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। যদিও ওই সময় স্পষ্টভাবে তার দায়িত্ব কী সেটি উল্লেখ করা হয়নি।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যা পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার সঙ্গে যুক্ত। পরামর্শক হিসেবে শান মাসুদের প্রধান কাজ হবে আন্তর্জাতিক ট্যুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং সার্বিক তদারকি করা।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানিয়েছে, শান মাসুদ আপাতত এই দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন এবং পরে স্থায়ীভাবে ওই পদে যোগ দিতে পারেন।

এর আগে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক ছিলেন উসমান ওয়াহলা। তিনি ২০২৩ সালের মে মাসে দায়িত্ব নেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও উসমানকে সরিয়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

Mahfuzur Rahman

Publisher & Editor