শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

পোশাকের রং ও গুণমান ধরে রাখতে মেনে চলা জরুরি যেসব সহজ টিপস

প্রকাশিত: ০৩:২২, ১৮ অক্টোবর ২০২৫ |

পছন্দের পোশাক যেন বারবার ধোয়ার পরেও ঠিক আগের মতোই উজ্জ্বল ও সুন্দর থাকে, তার জন্য দরকার সঠিক যত্ন। কাপড়ের রং ও গুণমান দীর্ঘদিন ধরে রাখতে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তোলাই যথেষ্ট। চলুন, জেনে নিই। 

ঠাণ্ডা পানিতে ধোয়ার অভ্যাস গড়ুন
গরম পানিতে কাপড় ধোয়ার ফলে রং দ্রুত ফিকে হয়ে যায়।

তাই সম্ভব হলে সবসময় ঠাণ্ডা পানিতে কাপড় ধুতে চেষ্টা করুন।
কাপড় উল্টে ধোয়া ভালো
কাপড় ধোয়ার আগে উল্টো দিক করে নিন। এতে বাইরের দিকের রঙে ডিটারজেন্ট সরাসরি প্রভাব ফেলতে পারে না, ফলে রং অনেক দিন টিকে থাকে।

নরম ও রাসায়নিকমুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন
হার্শ কেমিক্যাল ব্যবহার করলে কাপড়ের তন্তু নষ্ট হয়ে যেতে পারে।

নরম ও মাইল্ড ডিটারজেন্ট কাপড়কে নরম ও উজ্জ্বল রাখে।
ডিটারজেন্টে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখবেন না
কাপড় অনেকক্ষণ ভিজিয়ে রাখলে রং ও তন্তু দুর্বল হয়ে যায়। তাই খুব বেশি সময় ভিজিয়ে না রেখে সময়মতো ধুয়ে ফেলাই ভালো।

সূর্যের তাপে নয়, ছায়ায় শুকান
কাপড় সরাসরি রোদে শুকালে রঙ ফিকে হয়ে যেতে পারে।

তাই ছায়ায় শুকানোর অভ্যাস গড়ে তুলুন।
ভিনেগার ব্যবহার করতে পারেন
কাপড় ধোয়ার সময় অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে নিলে রং ধরে রাখতে সাহায্য করে এবং কাপড় থাকে টাটকা ও ঝকঝকে।

প্রতিটি কাপড়ের জন্য নির্দিষ্ট নিয়ম মানুন
প্রতিটি ফ্যাব্রিকের ধোয়ার পদ্ধতি আলাদা। তাই ট্যাগে থাকা নির্দেশিকা অনুযায়ী কাপড় ধোয়া উচিত।

ভেজা কাপড় জমিয়ে রাখবেন না
ভেজা কাপড় বেশি সময় জমিয়ে রাখলে তাতে ছত্রাক জন্মায় ও দুর্গন্ধ তৈরি হয়।

যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলুন।
এই সাধারণ নিয়মগুলো মেনে চললে কাপড়ের রং, উজ্জ্বলতা ও গুণমান অনেক দিন ধরে ঠিক রাখা সম্ভব। শুধু একটু যত্নেই আপনার প্রিয় পোশাকের আয়ু অনেকটা বাড়ানো যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor