শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

যেসব বন্ধু শত্রু থেকেও বেশি বিপজ্জনক, কিভাবে চিনবেন তাদের

প্রকাশিত: ০১:০৩, ১৭ অক্টোবর ২০২৫ | ১১

বন্ধুত্বের বন্ধন একটি সুন্দর বন্ধন, যদি বন্ধু নির্বাচনে কোনো ভুল না হয়। তাই বন্ধু নির্বাচনের সময় আমাদের খুব সতর্ক থাকা উচিত। কারণ, ভালো বন্ধু যেমন আমাদের জীবনকে উজ্জ্বল করে, তেমনি খারাপ বন্ধুও আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে।

একজন খারাপ বন্ধু ১০০ শত্রুর সমান।

তারা সময়ের সঙ্গে সঙ্গে কেবল রঙ-ই পরিবর্তন করে না, বরং আপনার পিঠে ছুরি মারতেও দ্বিধা করে না। এই ধরনের মানুষের সম্পর্কে খুব সতর্ক থাকা উচিত। তাই, আসুন এখন জেনে নেওয়া যাক খারাপ বন্ধুদের কিভাবে চিনতে হয়।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, যারা কেবল ভালো সময়ে আপনাকে সমর্থন করে এবং খারাপ সময়ে আপনার পাশে দাঁড়ায় না, তারা কখনই ভালো বন্ধু হতে পারে না।

একজন সত্যিকারের বন্ধু হলো সেই ব্যক্তি, যে কেবল আপনার সুখে নয়, আপনার দুঃখেও আপনার পাশে থাকে।
 
খারাপ বন্ধুদের কিভাবে চিনবেন

যে বন্ধুরা বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু আপনার ভালো দেখলে গভীরভাবে ঈর্ষান্বিত হয়, তারাই আপনার ধ্বংসের কারণ। খারাপ বন্ধুরা আপনার অগ্রগতিকে ঈর্ষা করবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে এবং অন্যদের সামনে আপনার সুনাম নষ্ট করবে। বিশেষ করে যখন আপনি সমস্যায় পড়েন, তারা আপনাকে সাহায্য না করেই পালিয়ে যাবে।

শত্রুরা সামনে থেকে আক্রমণ করে, কিন্তু খারাপ বন্ধুরা পেছনে থেকে আপনার জন্য গর্ত খুঁড়ে। খারাপ বন্ধুরা শত্রুর মতো, তারা সর্বদা বিপজ্জনক। যেহেতু তারা আপনার সব দুর্বলতা জানে, তাই তারা আপনার বিশ্বাসের অপব্যবহার করবে।

খারাপ বন্ধু কেমন

তারা আপনার সাফল্যকে ঈর্ষা করবে। আপনার ভুল সংশোধন করার পরিবর্তে সেগুলো সবার সামনে প্রকাশ করবে।

আপনি আপনার গোপনীয়তা ও দুর্বলতাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন পরিস্থিতি কঠিন হয়, তখন তারা আপনার পাশে দাঁড়াবে না, তারা আপনাকে কিছু অজুহাত দেবে এবং পালিয়ে যাবে।
তারা আপনার সঙ্গে ভালো কথা বলবে, কিন্তু আপনার পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে। তাই সর্বদা এমন বন্ধু নির্বাচন করুন, যারা জ্ঞানী এবং আপনার স্বার্থের কথা মনে রাখে। কখনো বোকা বা স্বার্থপর লোকদের সঙ্গে বন্ধুত্ব করবেন না।

Mahfuzur Rahman

Publisher & Editor