রোদও হচ্ছে, বৃষ্টি হচ্ছে খেঁকশিয়ালের বে
শিয়ালমামার প্রশ্ন এটা, কে বলেছে কে?
খেঁকশিয়ালের বিয়ে হবে ঝিলিক রোদের গানে
পণ্ড করতে বৃষ্টি কেন হবে অনুষ্ঠানে?
বনের যত পশুপাখি মাতবে রবির আলোয়
নেচে-গেয়ে, খেয়ে-দেয়ে কাটবে দিবস ভালোয়।
মানবকুলে ছিল, আছে হাজার হাজার কবি
ওরাই এসব লেখে, আঁকে কল্পনাতে ছবি।
এসব হলো মানুষজাতির আগ বাড়ানো কাজ
এ কারণে ওরাই বলে, নেই কাজ খই ভাজ।
Publisher & Editor