শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বেকার ভাতা কারা পাবেন?

প্রকাশিত: ০২:৪৪, ১৮ অক্টোবর ২০২৫ |

‘তখন যদি তারা বলে, না, আমরা ফায়ার করছি বিকজ অফ দ্যাট অর দ্যাট রিজন আর এটা যদি ভ্যালিড হয়, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন না।’ অ্যামেরিকায় শর্তসাপেক্ষে কর্মহীন লোকজনকে সরকারের তরফ থেকে বেকার ভাতা দেওয়া হয়। এ বেকার ভাতা পাওয়ার যোগ্যতা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট জাকির চৌধুরীকে করেছেন টিবিএন অ্যানালাইসিসের সঞ্চালক রানা আহমেদ। বিদ্যমান নিয়মের আলোকে উত্তর দিয়েছেন অতিথি।

টিবিএন: ধরুন আমার সব যোগ্যতাই আছে এই বেকার ভাতা পাওয়ার জন্য। সাধারণ মানুষ আমি। তো সেই সাধারণ মানুষ হিসেবে কীভাবে এই ভাতাটা বা বেকার ভাতা যেটা আছে, এটা কি আবেদন করতে হবে নাকি এমনি পাব না অনলাইনে প্রক্রিয়াটি কী রকমভাবে হবে? বিষয়টি আমি আবেদন করব? কোথায় করতে হবে কি না? কোথায় করতে হবে, কীভাবে করতে হবে?

জাকির চৌধুরী: আনএমপ্লয়মেন্ট যখন, ফর এগজ্যাম্পল, আপনার জব চলে গেছে। ফার্স্ট থিং হবে আপনি যে স্টেইটে থাকেন না কেন, ওই স্টেইটের আনএমপ্লয়মেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে ওটা অ্যাপ্লিকেশন করে নেন। এখন অপ্লিকেশন করতে কী কী ইনফরমেশন লাগবে?

ইনফরমেশন লাগবে আপনার সোশ্যাল সিকিউরিটি নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেসের সাথে সাথে আপনি কোন কোন এম্প্লয়ারের (অধীনে কাজ করেছেন), তাদের অ্যাড্রেস, কবে থেকে কাজ করছেন তাদের সাথে এবং তাদের কন্টাক্ট নাম্বার এজ ওয়েল, সো দ্যাট স্টেইট তখন তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কল করে ভেরিফাই করবে যে, আসলেই আপনি কাজ করছেন কি না, কবে থেকে কবে কাজ করছেন। তারপরে তারা জিজ্ঞেস করবে যে, এই এমপ্লয়িকে কি ছাঁটাই করা হইছে কি না।

তখন যদি তারা বলে, না, আমরা ফায়ার করছি বিকজ অফ দ্যাট অর দ্যাট রিজন আর এটা যদি ভ্যালিড হয়, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন না।

সো আপনাকে দেখতে হবে আপনি ফায়ার্ড না হয়ে আপনি লেইড অফ (ছাঁটাই) হয়েছেন বিকজ অফ দ্য তাদের কাজ এনাফ নাই। আর সাথে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। আপনাকে রেডি থাকতে হবে কাজের জন্য। ফর এগজ্যাম্পল আপনাকে বসায় বসায় যে দিনের পর দিন দেবেন, তা কিন্তু না। আপনাকে অ্যাকটিভলি দেখাতে হবে।

যেমন: প্রতি সপ্তাহে আপনি কোনো না কোনো স্টোরে গেছেন। গিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন যে, আপনাদের কাজের লোক দরকার কি না, আমি কাজ করতে ইচ্ছুক। আমি মানে লুকিং ফর দ্য জব। মানে এনিথিং আমাকে যদি রিলেটেড কাজ দেওয়া হয়, আমি এখনই করতে রাজি আছি। তো এটাও কিন্তু আপনাকে দেখাতে হবে।

যেমন: আপনার স্টেইট কিন্তু এটা জিজ্ঞেস করবে যে, আসলে আপনি কি এভেইলেবল কি না। এর সাথে সাথে কিছু কিছু ট্রেনিং বিভিন্ন স্টেইট কিন্তু এভেইলেবল করে যে, এই সময়ে আপনি যাতে এই ট্রেনিংটা নিয়ে আপনি আপনার নিজের স্কিলটাতে পারেন। সো আপনি খুব তাড়াতাড়ি আরেকটা জব পেয়ে যান।

আর লাস্টলি আরেকটা জিনিস হলো যেই এমপ্লয়ারের সাথে আপনি কাজ করবেন, মেইক শিউর, ওই এম্প্লয়ার তাদের আবার আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স থাকে। বিকজ কিপ ইন মাইন্ড স্টেইট কিন্তু তাদের, তাদের ফান্ড থেকে এই অ্যামাউন্টটা দিচ্ছে না কিন্তু টেকনিক্যালি। এটা দিচ্ছে আপনার এমপ্লয়ার প্রতি মাসে মাসে আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স নামে যে অ্যামাউন্টটা তারা কন্ট্রিবিউট করে অ্যামাউন্ট গিয়ে, কিন্তু আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্সে গিয়ে জমা হয়। সো এ রকমভাবে লাইক মনে করেন মিলিয়ন মিলিয়ন এমপ্লয়ির কিন্তু অ্যামাউন্ট জমা হয়। কয়জন ক্লেইম করে? নট দ্যাট মেনি, রাইট?

যারা ক্লেইম করে ওই ফান্ড থেকে কিন্তু এই অ্যামাউন্টটা দেয়া হয়। সো যারা ক্লেইম না করে বিকজ উনার কাজ আছে, তারা কিন্তু এটা তাদের এমপ্লয়ার এটা দিয়ে থাকে। আর যে গুটিকয়েক তারা এটা ক্লেইম করে আনএমপ্লয়মেন্ট বিকজ অফ লেইড অফ, তারা কিন্তু এটা পায়। স্টেইট নিজে থেকে দেয় না। এটা হল গিয়ে এমপ্লয়ারের আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্সের যে একটা ফান্ড থাকে, ওই ফান্ডের জমা টাকা থেকে কিন্তু মনে করেন যারা ক্লেইম করে, তাদেরকে দেওয়া হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor