শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ব্রঙ্কসে স্কুলছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ০২:৪৫, ১৮ অক্টোবর ২০২৫ |

কেনেডির বিরুদ্ধে শিশুর সুস্থ বিকাশ ক্ষতিগ্রস্ত করা, জনসমক্ষে অশ্লীলতা, পিছু নেওয়া ও হয়রানির অভিযোগ দায়ের করেছে এনওয়াইপিডি।
ব্রঙ্কসে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

আইউইটনেস নিউজ শুক্রবার জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ওনেইল কেনেডি।

অভিযুক্তের বয়স ৪৫ বছর, যিনি ব্রঙ্কসের বাসিন্দা।

কেনেডির বিরুদ্ধে শিশুর সুস্থ বিকাশ ক্ষতিগ্রস্ত করা, জনসমক্ষে অশ্লীলতা, পিছু নেওয়া ও হয়রানির অভিযোগ দায়ের করেছে এনওয়াইপিডি।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে ইস্ট ২৩৩ নম্বর সড়ক ও ওয়াইল্ডার অ্যাভিনিউর কাছে সেটন ফলস পার্কে কিশোরীকে উত্ত্যক্ত করতে দেখেন এনওয়াইপিডির সদস্য।

কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী পার্কের ভেতর দিয়ে স্কুলে যাচ্ছিল। ওই সময় অভিযুক্ত তাকে দেখে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করতে শুরু করেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রঙ্কসের সচেতন অভিভাবকরা।

তাদের একজন বলেন, ‘ভুক্তভোগী কিশোরী ও তার মা-বাবার মানসিক অবস্থা আমাকে ভাবাচ্ছে। বাবা ও মা দুজনই হয়তো বাইরে কাজ করেন, তাদের পক্ষে হয়তো প্রতিদিন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা সম্ভব নয়।’

পুলিশে জানায়, অভিযুক্ত কেনেডির বিরুদ্ধে হয়রানি, জোরপূর্বক স্পর্শসহ বিভিন্ন অভিযোগে আরও সাতটি মামলা আছে।

Mahfuzur Rahman

Publisher & Editor