শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

লন্ডনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:০২, ২৭ আগস্ট ২০২৫ | ১৩

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) লন্ডনের বার্কিংয়ের পাওয়ারলী ফুটবল গ্রাউন্ডে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবল সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

এতে মোট ২৭টি খেলা হয়। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগর গ্রামের ফুটবল টিম ও কানিশাইল গ্রামের ফুটবল টিম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কানিশাইল ফুটবল টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নগর ফুটবল টিম রানার্সআপ হয়।

খেলায় অংশগ্রহণকারী টিমগুলো হলো– কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, রায়গড় ফুটবল টিম, ঢাউস ফুটবল টিম।

টুর্নামেন্টের আকর্ষণ ছিল বিপুলসংখ্যক নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের অংশগ্রহণ তাদের পরিবারের সঙ্গে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম ও সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী মাস্টার, নুর উদ্দিন শানুর।

কার্যনির্বাহী কমিটির পক্ষে বক্তব্য দেন সহ সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মো. সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামরুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, সদস্য আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, জোবায়ের সিদ্দিক, মোহাম্মদ রাজিব।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবির আহমদ ও সহযোগিতা করেছেন আরও অনেকে।

টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর সংগঠনের উপদেষ্টা আমিনুর রশীদ খান, সাবেক উপদেষ্টা মোহাম্মদ শামীম আহমদ, বিশ্ব বাংলা অনলাইন নিউজের সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অনলাইন বিডি টিভির চেয়ারম্যান আব্দুল মোমিন, রেদওয়ান আহমদ, সাংবাদিক অলি রহমান খান, সেবুল আহমদ, অনারারি সদস্য ছালেহ আহমদ, রেদওয়ান খান, মুকিতুর রহমান, শাহজাহান খান, মাকন মিয়া, মিছবাহ উদ্দিন, আব্দুল আহাদ আদন মিয়া, রেজওয়ান শিবলু, ইমরুল হোসেন।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম আগামী সময়গুলোতেও সহযোগিতা কামনা করেন এবং সবার আন্তরিকতার প্রশংসা করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor