মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন-বাংলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ০২:৪৬, ০৭ অক্টোবর ২০২৫ |

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন-বাংলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫। পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী খেলায় ছিল উচ্ছ্বাস আর আনন্দ। এবারের টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল। টিমগুলোর অধীনে বিভিন্ন মিডিয়া হাউজের শতাধিক ক্লাব মেম্বার এতে যুক্ত ছিলেন।

টিমগুলো হলো– বাংলা কাগজ, ওয়ান বাংলা, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও চ্যানেল এস। নির্ধারিত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে আর সেখানে ওয়ান বাংলা ৪-৩ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নেয় চ্যাম্পিয়ন ট্রফি।

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির কো-অর্ডিনেটর ক্লাবের ইভেন্টস সেক্রেটারি রুপি আমিন।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উদয় শংকর দাশ ও শেখ মোজাম্মেল হোসেন কামাল আহমদ, খেলার স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফর রহমান। অপর স্পন্সর অল সিজন ফুড।

লন্ডন স্পোটিফের তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন ও সাহিদুর রহমান সুহেল। জাকির হোসেন কয়েস পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। আর ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সোবহান। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতারা ও অতিথিরা। এসময় লন্ডন স্পোটিফের পক্ষে উপস্থিত ছিলেন– সংগঠনের সেক্রেটারি মহিবুর রহমান, ট্রেজারার আতিকুর রহমান, ডিরেক্টর ও ক্লাব ম‍্যানেজার মাহি মিকদাদ ও ডিরেক্টর ফরহাদ উদ্দিন।

বক্তারা বলেন, এ টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, এটি সাংবাদিকদের বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার প্রতীক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও অংশ নেন প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি মুহাম্মদ আকরামুল হোসাইন ও মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হান্নান।

Mahfuzur Rahman

Publisher & Editor