বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বার্লিন মহানগর স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটির অনুমোদন

প্রকাশিত: ০৩:৫৬, ০৪ অক্টোবর ২০২৫ | ১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দল বার্লিন মহানগরের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জার্মান পূর্ব শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুহেব আহমেদ ও সদস্য সচিব ইব্রাহীম সারোয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সাগর আহম্মেদকে বার্লিন মহানগরের আহ্বায়ক ও সাজ্জাদ হোসেন আলিফকে সদস্য সচিব করা হয়েছে।

বার্লিন কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বার্লিন মহানগর কমিটির অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহিন, সেলিম হোসেন, আসলাম ফকির লিটনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখার আহ্বায়ক মো. সুহেব আহমেদ ও সদস্য সচিব ইব্রাহিম সারোয়ার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগরের প্রতি।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং দেশ ও দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা কামনা করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor