বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুয়েতে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘জামাই মেলা’

প্রকাশিত: ১২:৪৯, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩১

বাংলাদেশের জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব ‘জামাই মেলা’ এবার দেশের বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কুয়েতে। তরুণ প্রবাসীদের উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুয়েতের হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে এ মেলার আয়োজন করা হয়।

দুপুর থেকেই প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় আসেন। নারী-পুরুষ-শিশু মিলিয়ে কয়েকশ মানুষ অংশ নেন। গ্রামের মতোই প্রবাসে মেলার আমেজ তৈরি হয়। এ আয়োজনে প্রবাসী তরুণদের জামাই সেজে ‘বউয়ের খোঁজে’ অপেক্ষা করতেও দেখা যায়।

কুয়েতে বসবাসরত প্রবাসীরা জানান, জামাই মেলা তাদের জন্য ছিলো ভিন্নধর্মী ও আনন্দদায়ক অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন প্রবাস জীবনে আনন্দ ও প্রশান্তি এনে দেবে।

আয়োজকদের একজন মোশারফ হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য ছিল জামালপুরের ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরা। সাংস্কৃতিক এসব আয়োজন প্রবাসীদের কাছে টেনে আনে।

দিনভর চলা মেলায় গান, নাচ, জাদু, খেলাধুলাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা হয়। প্রবাসীরা জানান, মরুর দেশে থেকেও নিজেদের শেকড়কে ভুলে যাননি—এ আয়োজন তারই প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন আলসাবা সরকার অপু। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি জিসান মাহমুদ, চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor