মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার রক্ত পাতলা নাকি ঘন, কিভাবে বুঝবেন

প্রকাশিত: ১২:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ |

রক্ত ঘন হওয়া হতে পারে কঠিন রোগের ইঙ্গিত। চিকিৎসকরা বলছেন, যদি রক্ত ঘন হয় তাহলে হৃৎপিণ্ড ও কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার যদি রক্ত খুব বেশি পাতলা হয়, তাহলেও কিন্তু কঠিন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

রক্ত অতিমাত্রায় তরল হলে প্লাটিলেট কমতে থাকে।

এমনকি কোনো কারণে দেহে আঘাত লেগে রক্ত বের হলে, পাতলা রক্ত জমাট বাঁধতে দেরি হয়। কিভাবে জানবেন আপনার রক্ত পাতলা নাকি ঘন, জেনে নিন—
চিকিৎসকদের মতে, ঘন হোক বা পাতলা রক্তের ক্ষেত্রে কোনোটিই ভালো না। কেননা বেশি ঘন রক্ত হলে তা হৃদরোগের সমস্যা বাড়িয়ে দেয়, কিডনির সমস্যা তৈরি করে। অন্যদিকে রক্ত অতিমাত্রায় পাতলা হলে রক্তের প্লাটিলেট কমতে থাকে।

এর ফলে ইমিউনিটি কমে গিয়ে নানা রোগ বাসা বাঁধে দ্রুত।
 
চিকিৎসকরা বলছেন, রক্তক্ষরণ হলে তা জমাট বাঁধতে কতটা সময় লাগে, তা বোঝার জন্য প্রোথ্রোমবিন টাইম টেস্ট করা যায়। এর ফলে বোঝা যাবে আপনার রক্ত ঘন নাকি পাতলা। অন্যদিকে রয়েছে একটিভেটেড পার্শিয়াল থ্রোম্বপ্লাস্টিন টাইম নামের একটি টেস্ট।

যা রক্তের ঘনত্ব বোঝাতে সাহায্য করে, সঙ্গে মেপে দেখে রক্ত জমাট বাঁধতে কতটা সময় লাগবে।
কাদের জন্য এই টেস্ট দরকার

যারা রক্তকে তরল করার ওষুধ খান, তারা নিয়মিত এই রক্ত পরীক্ষা করান। যারা অতিরিক্ত অ্যালকোহল পান করেন, তাদেরও এই পরীক্ষা করা উচিত। যারা পাকস্থলির সমস্যায় ভুগছেন, তারাও করুন এই টেস্ট।

Mahfuzur Rahman

Publisher & Editor