আকাশ যেমন থমকে থাকে
ঘনিয়ে আসা মেঘে
ছাদের কাপড় ছিটকে পড়ে
দমকা হাওয়ার বেগে।
সূর্য যেমন আড়াল হলে
গাছ হয়ে যায় কালো
দুপুরটাকে রাত মনে হয়
ঝপসা দিনের আলো।
হঠাৎ হঠাৎ বিজলি ঝিলিক
ব্যালকনিতে, গ্রিলে
গুড়ুমগুড়ুম ধমক শুনে
চমকে ওঠে পিলে।
ঠিক তেমনই আঁধার নামে
আমার পড়ার ঘরে
পরীক্ষা যেই ঘনিয়ে আসে
বুক ধড়ফড় করে।
Publisher & Editor