সোমবার, ০৪ আগস্ট ২০২৫

কোচিং করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা

প্রকাশিত: ০৩:৪৭, ০৪ আগস্ট ২০২৫ |

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি তালহা জুবায়েরের। ইনজুরি বাধায় শেষ হয়ে যায় ক্যারিয়ার। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে নবজন্ম হয়েছে যেন তালহার। নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। ঘরোয়া ক্রিকেট কোচিংয়ের নিয়মিত মুখ এখন তালহা।

অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ নারী দল, এ দল কিংবা বাংলাদেশ টাইগার্স সবখানেই কাজ করেছেন তালহা। এ ছাড়া বিপিএল, ডিপিএলসহ বাকি লিগগুলোতেও দেখা যায় তাকে। এবার তালহার সামনে সুযোগ এসেছে দেশের বাইরে কাজ করার। আগামী সেপ্টেম্বরের মাঝের সময়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা। 

অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করবেন তালহা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন তিনি। সবমিলিয়ে ১ মাস কাজ করার কথা রয়েছে তালহার। বিসিবি থেকেও পেয়েছেন সবুজ সংকেত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম খোঁজ রেখেছেন বিষয়টি নিয়ে। 

ঢাকা পোস্টকে তালহা বলেন, 'আশা করছি ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে। সেখান থেকে যা কিছু শিখব সেটা দেশের ক্রিকেটে কাজে লাগানোর চেষ্টা থাকবে। কোচিং ক্যারিয়ারে সামনে এগোনোর একটা ধাপও বলতে পারেন। বিসিবি সাপোর্ট দিয়েছে, ভিসা টিকিট সবকিছু তারাই দেখছে। এখন ভালো কিছু শিখতে পারাটাই লক্ষ্য থাকবে।'

Mahfuzur Rahman

Publisher & Editor