বিসিবির সঙ্গে গেল এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গামিনী ডি সিলভা। আরো নিদিষ্ট করে বললে মিরপুর শের-ই-বাংলার মাঠে একচ্ছত্র রাজ করে আসছেন তিনি। কেননা মিরপুর স্টেডিয়ামের একমাত্র কিউরেটর গামিনী। তবে গেল কয়েক বছর ধরে স্লো উইকেট বানানো নিয়ে আলোচনায় তিনি।
অবশেষে গামিনীর বিকল্প খোঁজার মিশনে নেমেছে বিসিবি। যদিও সম্প্রতি তার সাথে চুক্তি নবায়নও করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’
এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ফাহিম বলেন, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা করতে পারি।’
নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম জানিয়েছেন সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চান তারা, ‘হ্যাঁ, অবশ্যই। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’
Publisher & Editor