বলিউড তারকা আমির খান সম্প্রতি তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর প্রচারে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন। তবে এই ভিডিও এবং এর পেছনের কিছু বিষয় নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার দীপংকর দীপন। তার মতে, আমির খান বর্তমানে একটি মানসিক ‘লুপ’ বা চক্রের মধ্যে আটকে আছেন, যেখানে তিনি নিজের ব্যর্থতাগুলোকে সহজে মেনে নিতে পারছেন না।
দীপন তার পোস্টে উল্লেখ করেছেন, আমির খানের নতুন সিনেমাটি ১২৫ কোটি টাকার ওটিটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউটিউবে ১০০ টাকায় ‘পে পার ভিউ’ সিস্টেমে মুক্তি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের প্রচারণার জন্য আমির তার ছেলে জুনায়েদের সঙ্গে একটি ভিডিও তৈরি করেছেন। এই ভিডিওতে আমির নিজেকে ‘নেপো কিড’ হিসেবে আখ্যায়িত করা থেকে শুরু করে নানা ধরনের কৌতুক করেছেন। তবে দীপংকরের মতে, এই হাসির আড়ালে আমির খান তার দুটি ব্যর্থ সিনেমা, ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে আবারও কথা বলেছেন।
দীপন মনে করেন, আমির খান তার এই দুটি সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে রাজি নন। একজন সৃজনশীল মানুষ হিসেবে তিনি এই ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করছেন। এই কারণেই তিনি বিগত ছয় মাস ধরে বিভিন্ন টকশো ও পডকাস্টে বারবার এই বিষয়গুলো তুলে ধরছেন। দীপংকর বলেন, ‘মেসিকে কখনো দেখেছেন পেনাল্টি শুট মিস হওয়া নিয়ে নানা কারণ দেখাতে?’
তার কথায়, ‘শেষ ছয়মাস যাবত আমির তার প্রচলিত অভ্যাস ভেঙ্গে প্রচুর টকশো-পডকাস্টে- স্টেজ কনভারসেশন- এসে এই দুটি ছবিসহ তার ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেছেন। মানুষ যা বলেনা- সেটিও কিন্তু মানুষ অন্যভাবে জানান দেয় আসলে। সেভাবে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে নিজের ক্যারিয়ার নিয়ে আমির খানের একটি গোপন অহংকার আছে।’
Publisher & Editor