শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিকাগোর নাইটক্লাবের ফুটপাতে নৃশংস হামলা

প্রকাশিত: ২০:২৭, ০৪ জুলাই ২০২৫ |

ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউর ৩০০ ব্লকে অবস্থিত নাইটক্লাবটির সামনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: শিকাগো সান-টাইমস 0
গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
শিকাগোর রিভার নর্থ এলাকায় বুধবার রাতে চলন্ত গাড়ি থেকে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

আর্টিস লাউঞ্জ নামের নাইটক্লাবের বাইরে রাত ১১টার দিকে নৃশংস এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।

বাহিনীটির বরাতে সিবিএস নিউজ জানায়, ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউর ৩০০ ব্লকে অবস্থিত নাইটক্লাবটির সামনে দিয়ে যায় কালো রঙের একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভি। সেই গাড়ির ভেতর থেকে ফুটপাতে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর গুলি চালানো হয়।

সিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, র‌্যাপার মেলো বাকজের একটি অ্যালবাম রিলিজ পার্টির পর সমবেত লোকজন নাইটক্লাব ছাড়ছিলেন বলে খবর পাওয়া যায়।

গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

শিকাগো পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ইলিনয়ের ম্যাসনিক হসপিটাল, দুজনকে মাউন্ট সিনাই হসপিটাল, তিনজনকে স্ট্রোজার হসপিটাল এবং ছয়জনকে নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর থেকে আশঙ্কাজনক।

পুলিশ আরও জানায়, বুকে গুলিবিদ্ধ ২৪ বছর বয়সী এক তরুণকে নেওয়া হয় স্ট্রোজার হসপিটালে, যেখানে তার মৃত্যু হয়। মাথায় গুলিবিদ্ধ ২৫ বছর বয়সী এক তরুণের মৃত্যুও হয় একই হাসপাতালে। এর বাইরে বুকে গুলিবিদ্ধ ২৬ ও ২৭ বছর বয়সী দুজন নারীকে নেওয়া হয় নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হসপিটালে, যেখানে তাদের মৃত্যু হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor