শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১১:৪৪, ১৭ জানুয়ারি ২০২৬ | ১৯

নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের বিজয় দিবস ও নববর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসী। গত ২ জানুয়ারী আগ্রা প্যালেস রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত বর্ণিল এ উৎসবে ছিল বিজয়ের আলোচনাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহণে রাজবাড়ীবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে যোগ দেন এ উৎসবে। বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালাম।

প্রধান অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি একটিভিস্ট মোর্শেদ আলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আয়োজক সংগঠনের উপদেষ্টা মোকসুদুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, কমিউনিটি একটিভিস্ট সোলাইমান আলী, তরিকুল ইসলাম মিঠু, ফারুক ইকবাল প্রমুখ।

ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ রনজুরুল হক শামীম, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন, যুগ্ম সদস্য সচিব শহিদুল হক রিপন ও যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রাতের ডিনারের আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে এপিটাইজারে আপ্যায়িত করা হয়। রিদওয়ানুল ইসলাম এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার পর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান থেকে সংগঠনের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত ও বিশ্বের সকল মানুষের সুস্থ, নিরাপদ জীবন কামনা করা হয়।

এরপর নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ডাঃ নাফিসুর রহমান। শপথ গ্রহণকারীরা হলেন: সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সভাপতি মোকসেদুল মাওলা দুলাল, মোস্তাফিজুর রহমান লিটন ও এমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ন -সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (হাফিজ), সহ-সাধারণ সম্পাদক নাঈম খান, অজগর আলী ও মোহাম্মদ বিপ্লব খান, সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এমদাদুল হক পাপিন, সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক আহমেদ আতিক, ধর্মীয় সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনজুরুল হক সুইট, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা বেগম ও রুমা পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক আরিফ রাকা, প্রধান সমন্বয়কারী মোঃ রন্জুরুল হক শামীম, সমন্বয়কারী সোহানুর রহমান সোহান, জাহিদ শরীফ নাছিম, শহিদুল হক রিপন, মোঃ জিকরুল হক সোহেল ও মোঃ শফিউল আজম, সদস্য মোঃ মফিজুল হক, রুহুল আমিন, রিয়াজ উদ্দিন, লিজা হক, আতিকুর রহমান, কে এইচ জাকির হোসেন, আবুল বাশার, আসিফ ইকবাল, মোঃ রাশেদ, মারুফ আহমেদ, আহসান হাবিব আবির, নিশাত হক শিমু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ও সিরাজুল হক তমাল।

প্রবাসী রাজবাড়ী ডিস্ট্রিক্ট’র নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আমেরিকায় বিভিন্ন শ্রেষ্ঠ কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী ও সংগঠনের পক্ষ থেকে উপহার প্রদান ও সম্মান জানানো হয়। সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান সংগঠনের কার্যক্রম তুলে ধরে এতে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা সুন্দর আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যরা তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন। রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে একের পর এক বর্ণিল সব পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন এসব পরিবেশনা।

Mahfuzur Rahman

Publisher & Editor