শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

আমিরাতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:৫৯, ১৩ জানুয়ারি ২০২৬ | ১৭

সংযুক্ত আরব আমিরাতে পরিচিতি সভার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম প্রাচীন আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ আমিরাত শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি। 

সোমবার (১২ জানুয়ারি) আজমানের স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত এই নতুন কমিটিতে মোহাম্মদ সাহেদ আহমদ রাসেলকে আহ্বায়ক এবং মোহাম্মদ আলী সুহেলকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে— মাওলানা কারী আবু রুকিয়ান, হুমায়ুন রশিদ, মাওলানা মোহাম্মদ খালেদ, তারেক আহমদ, নাসির উদ্দিন, ইলিয়াস আমির আলী, আব্দুল জালাল বুরহান, ইছমত আলী। 

এছাড়া কমিটির সম্মানিত সদস্যরা হলেন— আনোয়ার হোসেন, বাবুল চৌধুরী, রিপন মজুমদার, বশির আহমদ, আছাদ উদ্দিন, আহমেদ রাজু এবং দেলোয়ার হোসেন লোকমান।

১৯৪৮ সালে রাজধানী ঢাকায় বসবাসরত সিলেটবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই সংগঠনটি সিলেটের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি এবং শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির নেতারা জানান, এই সংগঠনটি কেবল সিলেটবাসীর মিলনমেলা হিসেবেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সব প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো সমস্যায় এবং অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সিলেটের শিক্ষা ও কৃষ্টির প্রসারের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও তারা কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor