বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

অপরাধ দমনে কঠোর অবস্থানে কুয়েতের প্রশাসন

প্রকাশিত: ০৬:৩৪, ০৬ জানুয়ারি ২০২৬ |

গত এক বছরে কুয়েতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন দেশের ৩৯ হাজার ৪৮৭ প্রবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কালো তালিকাভুক্তও করা হয়েছে।

ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। ফেরত পাঠানো কেউ পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবেন না। স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক মালিকানা ভিসায় গিয়ে অন্য মালিকের কাজ করা এবং ফ্রি ভিসার নামে খুঁজে খুঁজে একেক দিন একেক জায়গায় কাজ করা দেশটির শ্রম আইন ও আবাসিক আইনের লঙ্ঘন। গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ অন্য দেশের নাগরিকরা রয়েছেন।

আবাসন আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসা-বাণিজ্য, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় দেশটির বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor