শীতকালে অনেকের কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয় কাপড় ধোয়া ও গোসল করা। বরফ-ঠাণ্ডা পানিতে হাত দিলেই আঙুল অবশ হয়ে আসে, জ্বালা ধরে, কখনো কখনো কাজ মাঝপথে ছেড়ে দিতেও ইচ্ছে করে।
তবে গোসলের সময় গরম পানি ব্যবহার করলেও কাপড় কাচার সময় ওইভাবে গরম পানি ব্যবহার করা যায় না। আর সে জন্য কয়েকটি সহজ ও বুদ্ধিদীপ্ত কৌশল মানলে শীতেও কাপড় ধোয়া হবে অনেকটাই স্বস্তির।
আজকের প্রতিবেদনে শীতকালে কাপড় ধোয়ার কয়েকটি কার্যকর কৌশল জানানো হলো। চলুন, জেনে নেওয়া যাক—
রাবারের গ্লাভস ব্যবহার করুন
এটাই সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বাজারে এখন ভেতরে নরম আস্তরণযুক্ত রাবারের গ্লাভস পাওয়া যায়। এগুলো পরলে ঠাণ্ডা পানি সরাসরি হাতে লাগবে না, হাতও গরম থাকবে।
হালকা গরম পানির সাহায্য নিন
খুব গরম পানি ব্যবহার না করাই ভালো। তবে ঠাণ্ডা সহ্য না হলে কুসুম গরম পানি মিশিয়ে নিতে পারেন। এতে হাতের অস্বস্তি কমবে এবং কাপড়ের ময়লাও সহজে উঠবে।
কাপড় ভিজিয়ে রাখুন
সরাসরি কচলানোর পরিবর্তে হালকা গরম পানি ও তরল ডিটারজেন্টে ২০-৩০ মিনিট কাপড় ভিজিয়ে রাখুন।
এতে ময়লা নরম হবে এবং কম সময়ে, কম কষ্টে কাপড় পরিষ্কার হবে।
লন্ড্রি ব্রাশ ব্যবহার করুন
হাত দিয়ে বেশি ঘষাঘষি না করে কলার, কাফ বা দাগযুক্ত জায়গায় লন্ড্রি ব্রাশ ব্যবহার করুন। এতে হাত কম ভিজবে এবং ঠাণ্ডাও কম লাগবে।
দ্রুত ধোয়ার কৌশল অবলম্বন
কাপড় ধোয়ার সময় অপ্রয়োজনীয় দেরি না করে কাজ গুছিয়ে করুন। আগে থেকেই ডিটারজেন্ট, বালতি, গ্লাভস সব প্রস্তুত রাখলে ঠাণ্ডা পানিতে হাত রাখার সময় কমবে।
ধোয়ার পর হাতের যত্ন নিন
কাপড় ধোয়া শেষ হলেই হাত ভালো করে মুছে নারকেল তেল, অলিভ অয়েল বা ময়েশ্চারাইজিং ক্রিম লাগান। এতে শুষ্কতা, ফাটা বা চুলকানি কম হবে এবং রক্ত সঞ্চালনও ভালো থাকবে।
এই ছোট ছোট অভ্যাস মানলে শীতকালে কাপড় ধোয়া আর ভয়ের কারণ হবে না। ঠাণ্ডার মধ্যেও কাজ হবে সহজ ও স্বস্তিদায়ক।
Publisher & Editor