বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের অ্যাকশন ছবিতে সালমান খান?

প্রকাশিত: ০৬:৩১, ০৭ জানুয়ারি ২০২৬ | ১৩

সদ্য ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে নতুন বছরের শুরুতেই শোরগোল ফেলে দিয়েছেন সালমান খান। দেশাত্মবোধক এই সিনেমা নিয়ে প্রথম সপ্তাহজুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই বলিপাড়ায় ছড়াল আরো এক চমকপ্রদ খবর।

টিনসেল টাউনের অন্দরমহলের গুঞ্জন, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে—অর্থাৎ রাজ অ্যান্ড ডিকে’র সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি এই পরিচালকদ্বয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন সালমান খান। সেই বৈঠকেই নাকি নতুন একটি সিনেমা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

জানা গেছে, রাজ অ্যান্ড ডিকে এবার কৌতুকের মোড়কে একটি বড় মাপের অ্যাকশন সিনেমা বানানোর পরিকল্পনা করছেন। সেই ছবির চিত্রনাট্য সালমানের বেশ পছন্দও হয়েছে।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সম্মতি দেননি অভিনেতা। 
সূত্র বলছে, ছবির গল্পে নিজের মতো করে কিছু ‘টুইস্ট’ যোগ করতে চাইছেন তিনি।

অন্যদিকে পরিচালকদ্বয়ও সিনেমাটিকে বড় ক্যানভাসে উপস্থাপন করতে আগ্রহী। সব কিছু ঠিকঠাক এগোলে আনুষ্ঠানিক ঘোষণার আগে আরও কিছু চিত্রনাট্য সংক্রান্ত কাজ বাকি রয়েছে।

কানাঘুষো অনুযায়ী, সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে ছবির শুটিং শুরু হতে পারে। তবে তা অনেকটাই নির্ভর করছে সালমান খানের শিডিউলের ওপর। আপাতত চিত্রনাট্যে শান দেওয়ার কাজ জোরকদমে চলছে বলেই খবর।

এই জল্পনা সত্যি হলে ২০২৬ সালে সালমান খানের ফিল্মি ক্যারিয়ারে বড় মোড় আসতে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ এর আগেও ‘ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’ এবং ‘সিটাডেল: হানি বানি’-র মতো একাধিক সফল প্রজেক্ট দর্শকদের উপহার দিয়েছে রাজ অ্যান্ড ডিকে জুটি।

Mahfuzur Rahman

Publisher & Editor