বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রকাশিত: ১০:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৪

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।

গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা অভিবাসীদের একাধিক পোস্ট থেকে জানা গেছে, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে গ্রিক কোস্টগার্ড।

Mahfuzur Rahman

Publisher & Editor