‘ইমিগ্রেশন এনফোর্সমেন্ট: রাইটস অ্যান্ড প্রিপেয়ারডনেস’
অভিবাসীদের আইনগত অধিকার, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করে ল’ অফিস অব মাইকেল ই. পিস্টন। জ্যাকসন হাইটস শাখার উদ্যোগে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘ইমিগ্রেশন এনফোর্সমেন্ট: রাইটস অ্যান্ড প্রিপেয়ারডনেস’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ মাইকেল ই. পিস্টন। তিনি অভিবাসীদের মৌলিক অধিকার, সম্ভাব্য ঝুঁকি ও করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল’ অফিসের কুইন্স অফিসের সিইও লোকমান ভূঁইয়াসহ কমিউনিটির বিশিষ্ট প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা সেমিনারটিকে সময়োপযোগী ও তথ্যসমৃদ্ধ বলে অভিহিত করেন।
আয়োজকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে অভিবাসীদের মধ্যে সচেতনতা ও মানসিক প্রস্তুতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
Publisher & Editor