বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আইসিসির ‘আল্টিমেটাম’ দাবিকে ভিত্তিহীন বলল বিসিবি

প্রকাশিত: ০৬:২৭, ০৭ জানুয়ারি ২০২৬ |

নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

আইসিসি আরো জানিয়েছে, উত্থাপিত সব উদ্বেগ সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।

বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে তা যথাযথভাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গতকাল রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে—বিসিবিকে এমন বার্তা দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি বলছে, এই দাবি সত্য নয়। বোর্ড স্পষ্টভাবে বলেছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে পাওয়া যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে মোটেও প্রতিফলিত করে না।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।”

বিসিবির বিবৃতিতে আরো বলা হয়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সুষ্ঠু ও সফলভাবে নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব বজায় রেখে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখা হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor