আফ্রিকার কাপ অব নেশন্সের শেষ ষোলোর ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-১ গোলে জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিসর। আর এই ম্যাচে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ সালাহ।
নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে দুই গোল দেয় মিসর।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মারওয়ান আতিয়ার গোলে ম্যাচের ৬৯তম মিনিটে লিড পায় মিসর।
তবে ৮৩ মিনিটে জোডেল ডসো বেনিনকে সমতায় ফেরান।
সমতায় থেকে নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৭তম মিনিটে প্রথমে ইব্রাহিম আর ১২৪তম মিনিটে গোল করেন ‘ইজিপশিয়ান কিং’-খ্যাত সালাহ।
এই গোলটি করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লেখেন সালাহ।
মিসরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরে পৌঁছাল তার গোলসংখ্যা। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। এই তালিকায় তার ওপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।
এদিকে শেষ আটে মিসরের প্রতিপক্ষ হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যে জয়ী দল।
রাতের আরেক ম্যাচে মোজাম্বিককে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটে উঠেছে নাইজেরিয়া।
Publisher & Editor