শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বাংলাদেশী-আমেরিকান এটর্নি সোমা সাঈদের শপথ গ্রহণ

প্রকাশিত: ০২:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫ | ২৪

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বাংলাদেশী-আমেরিকান এটর্নি সোমা সাঈদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি নিউইয়র্কের কুইন্সে অবস্থিত কুইন্স সিভিল কোর্টের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে জাস্টিস সোমা সাঈদকে বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার প্রায় শতাধিক অতিথিসহ কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অডিটরিয়াম পরিপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফ এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত কম্পট্রোলার মার্ক লিভাইন, সিনেটর জন লু, সিনেটর টবি, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, মিজান চৌধুরী। বাংলাদেশী আমেরিকান টেক কোয়ালিশন (বিএটিসি)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল, ট্রেজারার মোঃ তরিকুল ইসলাম, বরকত চৌধুরী প্রমুখ।

এছাড়াও নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তারিক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নাঈম আহমেদ, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামালসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিভিন্ন পর্যায়ের ডিস্ট্রিক্ট লিডার, কিউডিসি ক্লাবের নেতৃবৃন্দসহ কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তি। উল্লেখ্য বিচারপতি সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার মেয়ে এবং তার স্বামী আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী মৌলভীবাজার জেলার সন্তান।

Mahfuzur Rahman

Publisher & Editor