শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ওয়াশিংটন ডি.সি বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন শপথ

প্রকাশিত: ০৬:০০, ২০ ডিসেম্বর ২০২৫ | ২৫

ওয়াশিংটন ডি.সি: দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন শপথ গ্রহণের মাধ্যমে ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ওয়াশিংটন ডি.সির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিশেষ মোনাজাত।

সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন Grameen Foundation এর প্রতিষ্ঠাতা Mr. Alex counts. তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে নিয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের অগ্রগতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম তার স্বাগত বক্তব্যে মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহানমুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাদের প্রতিওগভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের আগামী নির্বাচনে ভোটদেয়ার জন্য রেজিস্ট্রেশনের জন্যও প্রবাসীদের প্রতি আহবান জানান।

তিনি প্রধান উপদেষ্টার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে অর্জিতবাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের কথা তুলেধরেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনিবলেন দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কবিদ্যমান রয়েছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যবাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান। একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ, যুক্তরাষ্ট্রের স্টেটডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কমার্স, ইউএসটিআর, বিশ্বব্যাংক, আইএমএফ এর প্রতিনিধিগণ, থিংকট্যাংক এর প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী, মার্কিন কংগ্রেস প্রতিনিধিদের স্টাফারগণ ও প্রবাসীবাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor