শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই : মাহবুবুর রহমান চৌধুরী ও

কথিত আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বা

প্রকাশিত: ০৫:৪৪, ১০ ডিসেম্বর ২০২৫ | ২২

জাতীয় পার্টির প্রাক্তন উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এ বি এম খায়রুল আলম এক বিবৃতিতে বলেছেন, কথিত আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের অনুসারী হাজী আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন (জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা থেকে বহিষ্কৃত) জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখাতে আমাদের নাম দেখে আমরা বিস্মিত হয়েছি। কারণ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অনুমোদিত জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল এর নেতৃত্বে গঠিত কমিটির প্রতি আস্থাশীল ও ঐক্যবদ্ধ। তাই আমাদের অনুমতি ছাড়া আমাদের নাম ব্যবহার করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

Mahfuzur Rahman

Publisher & Editor