রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

রুই আনারসের রেসিপি

প্রকাশিত: ১২:২৭, ২৬ অক্টোবর ২০২৫ |

উপকরণ
রুই মাছ: ৮-১০ টুকরা

রসুনবাটা: ১ চা-চামচ

পেঁয়াজ: সেদ্ধ করে বাটা আধা কাপ

কাঁচা মরিচ: ৫-৬টি

মরিচ গুঁড়া: দেড় চা-চামচ

চিনি: ১ চা-চামচ

হলুদ গুঁড়া: ১ চা-চামচ

নারকেলের দুধ: ২ কাপ

সয়াবিন তেল: আধা কাপ

আনারস: গ্রেট করা ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ

আনারস: রিং করে কাটা ৫-৬ টুকরা

আদাবাটা: ২ চা-চামচ

লবণ: পরিমাণমতো।

প্রণালি

নিজের পছন্দমতো মাছের টুকরা করে লবণ ও লেবুর রস দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার মাছগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভাজতে হবে।

পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন।

পাত্রে তেল দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে কষাতে হবে।

মসলার গন্ধ চলে গেলে আনারস ও অল্প নারকেলের দুধ দিয়ে কষাতে হবে।

এবার নারকেলের দুধ ও পানি দিয়ে পরিমাণমতো ঝোল দিন।

ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিন।

একটু পর চিনি, বেরেস্তা, কাঁচা মরিচ ও আনারসের রিং টুকরাগুলো দিয়ে ঢেকে দিন।

মাছে যখন তেল ছেড়ে দেবে, তখন গরম-গরম ভাত বা পোলাও দিয়ে পরিবেশন।

Mahfuzur Rahman

Publisher & Editor