শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইডে অলকাউন্টি হেলথ কেয়ারের সপ্তম শাখার উদ্বোধন

প্রকাশিত: ০৩:০২, ১৮ অক্টোবর ২০২৫ |

নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এভিনিউতে উদ্বোধন হয়েছে অলকাউন্টি হেলথ কেয়ারের সপ্তম শাখা। গত ১০ অক্টোবর শুক্রবার ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির। উদ্বোধন উপলক্ষে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান, স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির স্বাস্থ্যসেবায় অবদান রাখা প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় কাউন্সিলম্যান বলেন, স্বাস্থ্যসেবা সব মানুষের অধিকার। প্রতিষ্ঠানটির নতুন এই শাখা সেটিকে আরও সহজলভ্য করছে। আমরা আশা করি, আরও মানুষ এই সুযোগ নিতে পারবেন।

এদিকে অলকাউন্টি হেলথ কেয়ারের কর্মকর্তারা বলেছেন, নতুন শাখায় রোগীদের সেবার পরিধি বাড়াবে। প্রতিটি রোগী যাতে সহজে এবং নিরাপদভাবে স্বাস্থ্যসেবা পেতে পারেন সেই লক্ষ্যে কাজ করবেন তারা। অন্যান্য শাখার মতো এই শাখায়ও উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির বলেন, এই নতুন শাখা আমাদের কমিউনিটির স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি অলকাউন্টি হেলথ কেয়ারের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখার আহ্বান জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor