শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদারের বড় ভাইয়ের ইন্তেকাল

প্রকাশিত: ০৩:০১, ১৮ অক্টোবর ২০২৫ |

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদারের বড় ভাই মাওলানা আবদুল কাইয়্যূম মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত ১০ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নিজবাড়ী কুমিল্লার লালমাই উপজেলার বড়তুলা গ্রামে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ আত্মীয় স্বজন এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর ইউএনএ’র।

এদিকে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১টায় তার নিজ গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় বিপুল সংখ্যক লোক অংশ নেন। অপরেিদকে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের বড় ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব এর সভাপতি মনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ রশীদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু সহ কার্যকরী কমিটির কর্মকর্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, আজকের টেলিগ্রাম ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস সহ কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor