নিউইয়র্কে মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বছরের প্রথম বিনামূল্যে টিকাদান কর্মসূচি। সংস্থাটির ত্রয়োদশ বর্ষে প্রবেশের এই সময়ে এটি ছিল ২০তম টিকাদান কর্মসূচি। ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান করা হয় ১১ অক্টোবর জ্যাকসন হাইটসে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজকর্মী ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্রোকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলায়মান আলী। তাঁর হাতেই প্রথম টিকা প্রদান করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এই কর্মসূচির স্পন্সরশিপে ছিল ওয়ালগ্রীন ফার্মাসি, যার সার্বিক সহযোগিতায় ফার্মাসি ম্যানেজার কর্টিজা শাহ এবং ফার্মাসিস্ট মারী লিম উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের টিকা প্রদান করেন। ফার্মেসি টেকনিশিয়ান হাসিনা আক্তার প্রতিবারের মতো এবারও সহযোগিতা করেন।
প্রতি বছর উত্তর আমেরিকায় হাজারো মানুষ সিজনাল ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। সেই সচেতনতা থেকেই “মানুষ মানুষের জন্য” স্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট কর্পোরেশন ১৩ বছর ধরে এই মহতী উদ্যোগ অব্যাহত রেখেছে। যাদের স্বাস্থ্যবীমা নেই, তাদের জন্য এই কর্মসূচি বিশেষভাবে সহায়ক। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে এটি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
সভায় উপস্থিত বক্তারা সবাইকে নিজে টিকা নেওয়ার পাশাপাশি অন্যকেও উৎসাহিত করার আহ্বান জানান। কমিউনিটিতে টিকাদান কর্মসূচিকে সফল করতে সাংবাদিক, সমাজসেবী, কবি-সাহিত্যিক, শিল্পী, পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে আমন্ত্রণ জানান সভাপতি মো. সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইন্ডিয়ান প্রেস মিনিস্টার জনাব সাবান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুদ্দিন নাসির, জে বি বি এ নেতা কাজী শামসুদদোহা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ কামরুল আলম হিরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, এটিএন বাংলা নিউজ উত্তর আমেরিকার বার্তা প্রধান কানু দত্ত, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফারুক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন এবং সি ভি এস ওয়ার্ল্ড নিউজ সাংবাদিক হারুনুর রশীদ।
কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ডাইরেক্টর জাহানারা আক্তার আলী, সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় মিয়া, এবং ডাইরেক্টর নাশিদ সানি। আয়োজকবৃন্দ অংশগ্রহণকারী, অতিথি ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কমিউনিটির কল্যাণে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।
Publisher & Editor