দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য বিশ^ নেতাদের সঙ্গে যোগ দিতে মিশরে অবস্থান করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার মিশরে পৌঁছানোর পর কার্নি ইউরোপিয়ান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। কথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, মানবিক সহায়তা, নিরাপত্তা ও পুনর্গঠন সহযোগিতার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন তারা। লোকজন এই পরিস্থিতির পরিবর্তন চান এবং আমাদের সবারই সমন্বিতভাবে স্থায়ী শান্তি নিশ্চিত করা প্রয়োজন।
কার্নি পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলেন। ছবি তোলার সময় কথা বলেন তারা। তবে কী কথা বলেছেন গণমাধ্যম পর্যন্ত তা পৌঁছায়নি। এরপর ক্যামেরার সামনে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় অন্য নেতাদের সঙ্গে বসেন তিনি।
গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানানোর সময় মার্কিন প্রেসিডেন্ট্ ডোনাল্ড ট্রাম্প কার্নিকে কানাডার প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন। ট্রাম্প বলেন, তিনি এর গুরুত্ব সম্পর্কে জানেন। তিনি বলেছেন, আমি এখানে থাকতে চেয়েছি। তাই অনেকেই সেটা করেছেন। আমি বলতে চাইছি, তারা এটা শুনেছেন এবং সবার জন্য কাজটা করা সহজ নয়। তাদের অনেক কাজ থাকে। তারা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং এখানে আসায় আপনাকে অনেক সাধুবাদ জানায়. মি. প্রেসিডেন্ট। দারুণ।
Publisher & Editor