নিশিদিনে আর হাসিনে
মনে ভীষণ ভীতি,
মনে পড়ে, খুব তো করে
পরির মাথার সিঁথি।
ওই পরিটার লাল দড়িটা
দেখতে কেমন অদ্ভুত,
দাদির কাছে শুনি পাছে
রাত্রে খেলে কুতকুত।
যেই না যায়, বাঁশতলাটায়
বাঁশ ফেলে দেয় নিচে,
হয়তো নাকি, দিয়ে ফাঁকি
ঘুরে পিছে পিছে।
ঠিক করেছি, তেল ভরেছি
হারিকেন ভরপুর,
দেখব আজি, পরি পাজি
যাবেই বা কদ্দুর?
Publisher & Editor