সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ভারতে গ্রেপ্তার, বলা হচ্ছে ‘বাংলাদেশের’ কুখ্যাত অপরাধী

প্রকাশিত: ০৩:৪২, ০৪ আগস্ট ২০২৫ |

ভারতের পশ্চিমবঙ্গে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল রোববার দেশটির নদীয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পশ্চিমবঙ্গের পুলিশ বলছে, গ্রেপ্তার হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক অভিযোগ রয়েছে। খুন, অপহরণ, জমি দখলের মতো গুরুতর বিভিন্ন অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে বাংলাদেশ পুলিশ খুঁজছে। তিনি নাম ও পরিচয় গোপন করে নিজেকে আত্মগোপনে রেখেছিলেন।

পুলিশ বলেছে, হাসেম আলি ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে আত্মগোপন করে আছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসটিএফ। পরে নদীয়া জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যদিও গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশির কাছে ভারতীয় কোনও পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হাসেম আলি মল্লিক স্বীকার করেছেন, বাংলাদেশে অপরাধের পর তার বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলা থেকে বাঁচতেই ভারতে পালিয়ে আসেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor