সোমবার, ০৪ আগস্ট ২০২৫

কাদেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে খোকন চন্দ্রের ক্ষোভ

প্রকাশিত: ০৭:০৫, ০৩ আগস্ট ২০২৫ | ১২

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারান খোকন চন্দ্র বমর্ণ।  পাশাপাশি তার মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে।  খোকনের বর্তমান ছবি দেখে যে কেউ আঁতকে উঠতে হয়। রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন।

সাক্ষ্য দেওয়ার সময় তিনি একটি নাম বলেন, ‘কাউয়া কাদের’। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কি না। তিনি ক্ষোভ প্রকাশ করে ছয়-সাত বার বলেন ‘কাউয়া কাদের’।

আদালতে খোকন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাখ ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন।

মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্রকে। গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মণের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor