সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নিউইয়র্কে মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার মনোনীত

প্রকাশিত: ০৩:০৭, ০৩ আগস্ট ২০২৫ | ১৩

নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশান ইনকের সভাপতি মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১১ এর মেম্বার মনোনীত হয়েছেন। অতি সম্প্রতি বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এক চিঠিতে আব্দুস শহীপষর এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়োগ ২০২৭ এর ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশী-আমেরিকান আব্দুস শহীদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কমিউনিটি বোর্ড মেম্বার পদটি অবৈতনিক। কমিউনিটি বোর্ড সিটির জনসাধারণের পরিষেবার সবচেয়ে স্থানীয় এবং গুরুত্বপূর্ণ রূপ। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যান, স্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য কমিউনিটি বোর্ড মেম্বারদের মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।

আব্দুস শহীদ জানান, তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর একজন সক্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবদান রেখেছেন বোর্ডের নানা কার্যক্রমে। তিনি জানান, স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডে গ্রহণ করা হয়। বোর্ড সভায় আইন শৃংখলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সম্পর্কিত তথ্য সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। কমিউনিটির উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ডে। কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস শহীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রঙ্কসে বসবাস করছেন। নিউইয়র্কে মূলধারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালনকারী আব্দুস শহীদের দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জে।

Mahfuzur Rahman

Publisher & Editor