সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নিউইয়র্কে হাজী সালামত মিয়া ফাউন্ডেশনের উৎসবমুখর বনভোজন

প্রকাশিত: ০৩:০৮, ০৩ আগস্ট ২০২৫ | ১৩

নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজী সালামত মিয়া ফাউন্ডেশনের বনভোজন। গত ২৭ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় মরহুম হাজী সালামত মিয়ার পারিবারিক এ মিলন মেলা।

বনভোজনে অন্যদের মধ্যে ্উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও ফাউন্ডেশনের সদস্য আকলু মিয়া, সিরাজুল ইসলাম বেগ, কনু মিয়া, নানু মিয়া, নূরে আলম জিকু, হাবিবুর রহমা, হামিদুর রহমান, সামছুল রহমান, অলিউর রহমান, নাহিদুর রহমান, এবাদ উদ্দিন রায়হান, শিরীন আক্তার, রোকিয়া বেগম, শিপন মিয়া, শাহন বেগ, মসাহিদ আলী, শাকী বেগ, চামেলী আক্তার, সামিহা আক্তার, মো. ফাহাদ রহমান, ফারিছা রহমান, আজিম আরমান, ইজিয়ান শাফি, লিয়াম শাফি, আলোয়া বেগম, তিনান মোহাম্মদ শাফি, লাকী বেগম, আফিয়া বেগম, শিলপী বেগম, শাহীন রহমান, আনিকা হোসেন, ফাইমা আক্তার, আলাউর রহমান ছায়ান, মো. ইব্রাহীম, সায়না বেগম, তাসলিম প্রভা, সনিয়া আক্তার, জিয়াউর রহমান, জিতু, মাহমুদুর রহমান, উজ্জল, তানিয়া আক্তার, হাবিবুর রহমান, রনী প্রমুখ।

অনুষ্ঠানে হাজী সালামত মিয়া ফাউন্ডেশনের সদস্য ছাড়াও মৌলভীবাজারের রাজনগর প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এসময় ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মো. কাজল মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা বলেন, বনভোজন আমাদের বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছিদ্য অংশ। এধরণের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশী কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করতে সাহায্য করবে।

হাজী সালামত মিয়া ফাউন্ডেশনের অন্যতম সদস্য কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরে আলম জিকু অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, তার মরহুম পিতা হাজী সালামত মিয়ার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি মৌলভীবাজারের রাজনগরে আর্তমানবতার সেবায় নানামুখি কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। ফাউন্ডেশনের সদস্য আকলু মিয়া ও সিরাজুল ইসলাম বেগ বনভোজনে নানাভাবে সহযোগিতাকারীসহ অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor