রবিবার, ০৩ আগস্ট ২০২৫

মাইকেল জ্যাকসনের ‘নোংরা’ মোজা কত টাকায় বিক্রি হলো

প্রকাশিত: ১১:৩৪, ০১ আগস্ট ২০২৫ | ১৮

তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয়। ঠিক তেমনই যদি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনও একটা জিনিস হঠাৎ হাতে আসে, তবে সেটা সযত্নে রাখার ইচ্ছে কি আর চেপে রাখা যায়? এ বার ‘কিং অফ পপ’-এর পুরোনো মোজা কয়েক লাখ টাকায় বিক্রি হতে চলেছে।

বুধবার ফ্রান্সে নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত পুরোনো এক জোড়া মোজা। অবাক করা বিষয় হলো, এই মোজাটির দাম উঠেছে প্রায় ৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ টাকা। নিলামকারীরা প্রথমে মোজাটি ৩,৪০০ থেকে ৪,৫০০ ডলারে বিক্রি হওয়ার আশা করেছিলেন, তবে ভক্তদের ভালোবাসায় প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হলো এটি।

১৯৯৭ সালে ফ্রান্সে মাইকেল জ্যাকসনের 'হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর'-এর কনসার্টে তিনি এই মোজা পরেছিলেন। অনুষ্ঠান শেষে তার ড্রেসিং রুমের বাইরে মোজাটি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। দীর্ঘ ২৮ বছর ধরে অত্যন্ত যত্নের সাথে তিনি মোজাটি সংরক্ষণ করে রেখেছিলেন। 

সম্প্রতি, সেই ব্যক্তি মোজাটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। নিলামকারী অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, মোজাটিতে কিছুটা হলদে ভাব দেখা যাওয়ায় এটি নষ্ট হওয়ার আগেই নিলামের জন্য রাখা হয়।

যে ভক্ত মোজাটি কিনেছেন, তিনি এটিকে মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্ন হিসেবে ভক্তদের জন্য প্রদর্শন করবেন বলে জানিয়েছেন। তারকাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহের এই পুরোনো প্রবণতা ভক্তদের মধ্যে এক প্রকার নেশার মতো। আর প্রিয় তারকার এমন একটি স্মৃতিচিহ্ন হাতের মুঠোয় পেলে তা ধরে রাখার ইচ্ছে কার না জাগে।

Mahfuzur Rahman

Publisher & Editor