রবিবার, ০৩ আগস্ট ২০২৫

৩৪ বল খেলতেই অলআউট ভারত

প্রকাশিত: ১১:২১, ০১ আগস্ট ২০২৫ | ১৩

আগের দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তার সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। আর আজ মাত্র ৩৪ বল খেলতে পেরেছে তারা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।

ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।

গত দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার আজ ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি।

গত কালের ৫২ রানের সঙ্গে আজ আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি।  সুন্দর আজ যোগ করতে পেরেছেন ৭ রান। তার ব্যাট থেকে এসেছে সবমিলিয়ে ২৬ রান। 

এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতেই পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত।

Mahfuzur Rahman

Publisher & Editor