শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়িচাপায় আহত ৩০

প্রকাশিত: ০৭:২১, ২০ জুলাই ২০২৫ | ৪৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়িচাপা দেওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের ইস্ট হলিউড এলাকায় গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপণ বিভাগ (এলএফডি)।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাকো ট্রাক বা ভ্রাম্যমাণ খাবারের গাড়িতে ধাক্কা দেন। এরপর গাড়িটি পাশের একটি নৈশ ক্লাবের বাইরে থাকা লোকজনের ওপর উঠে যায়।

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা অ্যাডাম ভ্যান গার্পেন বলেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের) সঙ্গে যৌথভাবে ব্যাপক পরিসরে তদন্ত চালানো হবে।

অ্যাডাম আরও জানান, গাড়িটি একটি টাকো ট্রাক ও ভ্যালে স্ট্যান্ডে (গাড়ি রাখার স্থানে) ধাক্কা দেওয়ার পর নৈশ ক্লাবের বাইরে অপেক্ষমাণ মানুষের একটি সারিতে আঘাত করে। অপেক্ষমাণ মানুষের বেশির ভাগই ছিলেন নারী।

স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ইস্ট হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে এ ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষের একজন গাড়িচালককে গুলি করে আহত করেন। সন্দেহজনক বন্দুকধারী পালিয়ে গেছেন। তাঁকে ধরতে অভিযান চলছে। তবে চালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গাড়ি দিয়ে আঘাত করার আগে না পরে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

এলএপিডির কর্মকর্তা লিলিয়ান কারানজা বলেন, ‘তাঁকে (চালককে) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু তাঁকে সহজে ছেড়ে দেওয়া হচ্ছে না। তিনি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের হেফাজতে রয়েছেন। আমরা এখন তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার মতো অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছি।’

ঘটনার আগে নৈশ ক্লাবের সামনে মারামারির ঘটনা ঘটেছিল বলে জানান প্রত্যক্ষদর্শী মারিয়া মেদ্রানো, যিনি তখন সেখানে তাঁর স্বামীর সঙ্গে হট ডগ বিক্রি করছিলেন। তিনি বলেন, মারামারির কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ভিড়ে আঘাত করে। এরপরই গুলির শব্দ শোনা যায়। তখন সবাই দৌড়াতে শুরু করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor