গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর ওপর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে, যার ফলে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। তবে তিনি এ বিষয়ে খুব বেশি বিস্তারিত জানাননি।
ন্যাটোও বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বর্ণনা করেছে। ন্যাটো জানিয়েছে, ট্রাম্প যে কাঠামোর কথা উল্লেখ করেছেন, সে সংক্রান্ত আলোচনা মূলত আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দিকেই নজর দেবে।
এর আগে, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না। তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা করতে চান।
বুধবার ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, 'গ্রিনল্যান্ডসহ পুরো আর্কটিক অঞ্চলকে ঘিরে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো আমরা তৈরি করেছি। এই সমাধানটি যদি বাস্তবায়িত হয়, তবে তা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব দেশের জন্যই খুব ভালো হবে।'
Publisher & Editor