শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

ক্যালিফোর্নিয়ার শেরিফদের কাছে অভিবাসী বন্দিদের তালিকা চাইল জাস্টিস ডিপার্টমেন্ট

প্রকাশিত: ০১:৫৫, ১৮ জুলাই ২০২৫ | ৪৫

শেরিফরা স্বেচ্ছায় এ তালিকা দিতে না চাইলে ডিপার্টমেন্টটি ডেটা সংগ্রহের সম্ভাব্য সব পদ্ধতি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। ক্যালিফোর্নিয়ার কারাগারগুলোতে থাকা অ্যামেরিকার নাগরিক নন, এমন বন্দিদের তালিকা বৃহস্পতিবার স্টেইটের শেরিফদের কাছে চেয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।

শেরিফরা স্বেচ্ছায় এ তালিকা দিতে না চাইলে ডিপার্টমেন্টটি ডেটা সংগ্রহের সম্ভাব্য সব পদ্ধতি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, তালিকার পাশাপাশি বন্দিদের অপরাধ এবং তাদের পূর্বনির্ধারিত মুক্তির তারিখ সংক্রান্ত তথ্য জানানোরও অনুরোধ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফেডারেল এজেন্টদের সাম্প্রতিক অভিবাসী আটক অভিযান এবং অনথিবদ্ধ অভিবাসীদের গ্রেপ্তার বাড়াতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের প্রতি হোয়াইট হাউসের চাপ বৃদ্ধির মধ্যে জাস্টিস ডিপার্টমেন্ট উল্লিখিত অনুরোধ করল।

বন্দিদের তালিকা চাওয়ার অনুরোধের ঘোষণা দেওয়া এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, অবৈধভাবে বসবাসরত অপরাধী বিদেশিদের বিতাড়ন এ প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, ‘ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ও অ্যামেরিকানদের নিরাপদ ও নিশ্চিত রাখার যৌথ দায়িত্ব সম্পাদনে ক্যালিফোর্নিয়ার কাউন্টি শেরিফদের সঙ্গে সহযোগিতার বিষয়ে আমি মুখিয়ে আছি।’

এ বিষয়ে অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের জেষ্ঠ নীতিবিষয়ক আইনজীবী আন্দ্রেস কোন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, এটাও সম্ভব যে, এ অনুরোধ মেনে কাজ করা যেকোনো শেরিফ ক্যালিফোর্নিয়ার তথাকথিত স্যাংচুয়ারি স্টেইট ল লঙ্ঘন করতে পারেন। এ আইন অনুযায়ী ফেডারেল অভিবাসন আইন বাস্তবায়ন কর্মকাণ্ডে স্টেইট ও স্থানীয় সম্পদ ব্যবহারে বিধিনিষেধ রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor