ঝম ঝম বর্ষায় নামে বারিধারা
বনে বনে সবুজের পড়ে যায় সাড়া।
ডুবে যায় খাল বিল ডোবে নদী কূল
নানা রঙে রংমাখা ফোটে কত ফুল।
কদম্ব কেয়া জুঁই বকুলের ঘ্রাণ
আকুলিত ব্যাকুলিত করে তোলে প্রাণ।
নাও চলে নদী বুকে, মাঝি গায় গান,
দূর হতে দূরে ভেসে যায় সুরতান।
ছড়াকার ছড়া লেখে, গীতিকার গান
কবিতার ছন্দটা হয় বেগবান।
গাঁয়ের বধূরা মেলে নকশির কাঁথা,
সুই-সুতা দিয়ে লেখে হৃদয়ের গাথা।
মেঘে মেঘে ঢেকে যায় নীল আসমান
সূর্যটা লজ্জায় ঢাকে মুখখান।
মাথাল মাথায় মাঠে কৃষাণেরা ছোটে
ধান পাট কাউনে উঠান ভরে ওঠে।
Publisher & Editor