রবিবার, ১৩ জুলাই ২০২৫

দিলারা জামান ও আবুল হায়াতের জাদুতে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৭:১৩, ১১ জুলাই ২০২৫ | ১৯

জনপ্রিয় দুইজন প্রবীন অভিনয়শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত। বয়স যেন তাদের কাছে একটি সংখ্যা মাত্র। এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তারা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের অভিনীত নাটক চলো হারিয়ে যাই। যেখানে প্রবীন দুই শিল্পীর রোমান্টিসিজম এই সময়ের দর্শকদের মুগ্ধ করেছে। এরইমধ্যে নাটকটি দেখেছেন প্রায় ৫০ লক্ষাধিক দর্শক।

এটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। নাটকটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে স্থান করে নিয়েছে। মানসিক বিপর্যস্থ কিছু মানুষের জীবনকে এ নাটকে পরখ করে দেখার চেষ্টা করেছেন নির্মাতা। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব (বোহেমিয়ান এক তরুণ) ও তানজিম সাইয়ারা তটিনী (রেডিও জকি)। এতে এ দুই অভিনয়শিল্পীর রসায়ন ছিল বেশ নাটকীয়।

নির্মাতা বলেন, আমরা সবাই মানসিকভাবে অস্থির। জীবন ও সম্পর্ক নিয়েও উদাসীন। এটি এ সময়ের একটি গল্প । দর্শক এ গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে নিতে পেরেছেন। আর এ কারণেই হয়তো নাটকটি স্বল্প সময়ের মধ্যে অধিক দর্শক দেখেছেন ও ট্রেন্ডিংইয়েও স্থান করে নিয়েছে। এটি দর্শকের ভালোবাসা। হৃদয়গ্রাহী এ গল্প যারা দেখেছেন তারা আবেগে ভেসেছেন এটি দর্শকের মন্তব্য দেখলেই বুঝা যায়। প্রায় সব মন্তব্য ইতিবাচক। এটাই আমাদের স্বার্থকতা।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সালমান আরাফাত, রাফসান শান্ত, মায়া রহমান, বাশার বাপ্পী, শারমিন সুলতানা শর্মী, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

Mahfuzur Rahman

Publisher & Editor