রবিবার, ১৩ জুলাই ২০২৫

খাবার নিয়ে মন্তব্য করে তোপের মুখে প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০৭:১২, ১১ জুলাই ২০২৫ | ১৬

বিশ্বমঞ্চে বরাবরই ভারতকে গর্বিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশের মাটিতে থাকলেও দেশের রীতি-নীতি সংস্কৃতি আঁকড়ে রেখেছেন ‘দেশি গার্ল’। কিন্তু এবার তিনি খাবার নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তিনি। 

সম্প্রতি ‘হেড অফ স্টেট’-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা।

সেখানেই তাঁকে দুটো খাবারের মধ্যে একটা বেছে নিতে বলা হয়। প্রথমেই তাঁকে জিজ্ঞেস করা হয়, শিঙাড়া নাকি এমপানাডা, কোনটা পছন্দ তার! উত্তর দিতে গিয় দ্বিধাদ্বন্দ্বে পড়েন অভিনেত্রী। 
এরপর জানান, শিঙাড়া এবং এমপানাডা ( একটি বেকড বা ভাজা খাবার, যা বিভিন্ন ধরণের পুর দিয়ে তৈরি করা হয়) দুটোই তাঁর প্রিয় পদ। কোনও একটাকে এগিয়ে রাখা মুশকিল।
 
এরপরই প্রিয়াঙ্কাকে অপশন দেওয়া হয়- ‘বড়া পাও নাকি হট ডগ?’ যার উত্তরে দেশি গার্ল মুম্বাইয়ের জনপ্রিয় স্ট্রিটফুড বড়া পাওয়ের থেকে হট ডগকে এগিয়ে রাখেন। তিনি বলেন- ‘অবশ্যই হট ডগ।’ আর অভিনেত্রীর এমন জবাবেই রুষ্ট নেটপাড়া। অতঃপর তাঁকে নিয়ে চর্চা বিস্তর।

কটাক্ষ করে কেউ বলছেন, আমেরিকান হওয়ার চেষ্টা করছেন! আবার কারও কটাক্ষ, ‘দেশি গার্ল এখন পুরোদস্তুর পরদেশি গার্ল হয়ে উঠেছেন।’ 

আরেকপক্ষ আবার দেশি খাদ্যসংস্কৃতি ভুলে যাওয়া নিয়েও অভিনেত্রীকে আক্রমণ করতে পিছপা হলেন না। প্রিয়াঙ্কাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। আরেক পডকাস্টার আবার এই বিতর্ক নিয়ে ভিডিও করে ফেলেছেন। দিনভর যাবতীয় বিতর্ক দেখার পর তিনি মোক্ষম জবাব নিয়ে এলেন।

ওই পডকাস্টারের ভিডিও শেয়ার করে নায়িকার ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘আরে বাহ ভাই, দেশি গার্ল হওয়ার আবার কোনও সিলেবাস আছে বলে আমার জানা ছিল না তো! এতটাও সিরিয়াস বিষয় নয় কিন্তু এটা।’ সঙ্গে ‘বড়া পাও ভার্সেস হট ডগ’ ক্যাপশন জুড়েছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor