রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিজেদের পোঁতা মাইনের বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত: ০৬:৫৮, ১১ জুলাই ২০২৫ |

দখলদার ইসরায়েলি বাহিনীর একটি মাইন বিস্ফোরণে গাজায় এক সেনা নিহত হয়েছে। নিহত সেনার নাম ক্যাপ্টেন রি বিরান (২১)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় কয়েকটি ভবন ধ্বংসের কাজ চলছিল। সেনাদের দাবি, ওই ভবনগুলো হামাসের ব্যবহারাধীন ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। ফলে ভবনগুলোতে মাইন পুঁতে ধ্বংসের সিদ্ধান্ত নেয় আইডিএফ।

আইডিএফ-এর প্রাথমিক তথ্যমতে, মাইন স্থাপনের প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন ক্যাপ্টেন বিরান। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে ছুটে আসা শার্পনেলের আঘাতে তিনি ক্ষতবিক্ষত হন এবং কিছুক্ষণ পর মারা যান। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।

এর এক সপ্তাহ আগেও গাজায় এক দখলদার ইসরায়েলি বুলডোজার চালককে হত্যা করেন হামাস যোদ্ধারা। তিনি তখন একটি ভবন ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। অতর্কিত হামলায় নিহত হওয়ার পাশাপাশি, হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্রও নিয়ে যান বলে দাবি করা হয়।

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে হামাস। দখলদার বাহিনীর এমন 'বন্ধুত্বপূর্ণ আগুনে' হতাহতের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলেও পর্যবেক্ষকদের ধারণা।

Mahfuzur Rahman

Publisher & Editor